এইযে মিয়া থামেন, এইখানে কী খোঁজেন!
বৃদ্ধাঙ্গুলি দোলায় উপর নীচে নামেন
এই ফেসবুক কী! বোঝেন?
হুদাহুদি সময় নষ্ট কাজকর্মে লাগেন
চ্যাটিং বেটিং রিলে ফিলে এত্তো কেন ঘামেন?
এইযে মশায়, ভাবছেন কী?
অর্থ বিত্ত ক্ষমতা খ্যাতি নামযশ পেয়ে যাবেন?
ছাড়েন মিয়া ছাড়েন, বাতেলা কম ঝাড়েন
ফেবুর পাতা আছে বলেই যত্ত কিছু করেন
ভবের মাঠের পট্টিবাজ, লোকেরা তা জানেন!
ঐসব....
পট্টি বাজি ভাওতাবাজি এক্ষুনি সব ছাড়েন
জয়বাংলা স্লোগান দিয়া সোনার বাংলা গড়েন।।