মানুষ,
একদিনে কি হও আধুনিক?
একদিনে পাও রাষ্ট্র?
দেশ মহাদেশ আইনকানুন একদিনে নয় সৃষ্ট!

মানুষ,
প্রাচীনকালে কেমন ছিলি?
কী ছিলো তোর সংস্কৃতি?
কী খেতি আর কোথায় শুতি?
কী ছিলো যুগ বিভাজন?

কী মুশকিল!
আধুনিকা যুগে আইসা সাজিয়া রইছি মহাজন
যুক্তিতর্ক্ক শুনানিতে জ্বালাইয়া রাখছি হুতাশন!

#বিবর্তন