হাতে হাতে বন্দুক, চোখে চোখে রক্ত,
প্রতিযোগিতার তৃষ্ণায় সবাই যেন দিক হারাই!
এখানে প্রতিটি শ্বাসে, প্রতিটি মনের কোণে একটাই পাঠ,
শেখানো হয়, "তোমাকে সেরা হতে হবে, আর কিছু নয়।"

ভালবাসা যেন শূন্য, মনের মাঝে জমেছে আগুন,
অন্যের প্রতি সহানুভূতি—তাও কি বিলুপ্ত হয়ে গেছে?
আমাদের বিশ্বে প্রতিটি চাওয়া, প্রতিটি আকাঙ্ক্ষা,
একে অপরকে হারিয়ে সেরা হওয়ার স্বপ্নে বেঁধেছে।

দুর্ভিক্ষে পড়েছে এই মানবজাতির মনের বাগান,
যেখানে ফুলের বদলে জন্ম নেয় হিংসা, বিদ্বেষের বীজ;
প্রতিটি পদক্ষেপে প্রতিযোগিতা, প্রতিটি কথায় যুদ্ধের লিজ!
সেরা হওয়ার প্রলোভনে মরে যাচ্ছে অন্তর্দৃষ্টি, ভালোবাসা।

আমাদের ভালোবাসা, ভাবনার খিদে ততদিন তৃপ্ত হবে না,
যতদিন না আমরা বুঝি, একে অপরকে আঁকড়ে ধরে বাঁচা,
কিন্তু সেই শিক্ষা, সেই পথে, যা শেখায় শুধু হেরে যাওয়ার ক্ষত—
এ জগতের মানুষ কখনোই পাবে না মুক্তি, ভালবাসার ছোঁয়া।

দুর্ভিক্ষ
______