সোনার চাকরি, রুপোর বেতন,  
কেউ নেবে লাখ, আর কেউ নেবে গম—  
তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, বৈষম্যের চেক!
এটা তোমাদের ভাগ্য, নাকি খেলার তরণি?

কোথাও যেন আকাশ ছোঁয়া,  
কোথাও বৃষ্টি নেই মেঘের খোঁয়া,  
যে নেবে লাখে লাখে বেতন ভাতা,  
বাজারের খবর, সে রাখে নাকি?  

ওদের বুয়াটাও চলে তিরিশে,  
আমার জীবন আট হাজারেই বিষে,  
বেতন বৈষম্য ঘরের ছাদের মতো,  
উঁচুতে কারও বসতি, নিচে আমার যত।

ওদের মামা-খালুর রাস্তাটা পাকা,  
যারা টাকার পাহাড়ে রয়েছে দাদা,  
আমার কপালে হবে কি ন্যায্য সুখ,  
এই তৃতীয় চতুর্থের গলায় যত দুখ!

তাই বলি ভাই, চুপ কেন থাকো?  
অন্যায়ের বেতন কেন নাহি হবে সমান,  
কোটি মানুষের শ্রমের মুল্য চাই,  
দশটা গ্রেডেই বাঁচুক সবার জীবন!