বেঘোরে মরবি রে ব্যাটা
মরে যাবি একদম বেঘোরে
যেতে চাস কেন তুই অকালে
লিখিস নারে, লিখিস না
লেখালেখি সবিই যাবে বিফলে।
মুন্ডুৎপাটন চিলার খালে
ধড়টা রবে চিকলি বিলে;
কারে নিয়া কী লিখছিস!
একবারও কি ভেবে দেখছিস?
তোর বুঝি মাথাটাই গেছেরে!!
হ্যাঁরে তুই মরবি, তুই মরবি!!
এই ভোরে একদম বেঘোরে
কে আছে তোকে আর বাঁচাবে?
চুপচাপ চলে যা ডোমেদের ঘরে।।