পথে নেমেছি,
ফুরোয় না পথ
প্রতি পায়ে বাধা
সত্যচ্চারণ করতে গেলে
নাম পেয়েছি গাধা!
বলছে লোকে _____
" লুটলে মাজা - স্রোতে ভাসাও গা
ইয়ে তুলারাম আস্ত গাধা- রাম গরুড়ের ছা!"
আল্লাহ নামে মোল্লাবাবু
কাটলো যবে মাথা
ভগবানের দুর্গাপুরে
কালীর নামে পাঠা!
যিশু খ্রিস্ট অবতারে
ক্রুশেবিঁধে মরে!
ভক্তবৃন্দ সরল মানুষ
বোমা দিয়ে মারে!
বুদ্ধগয়ায় ধ্যান তাপসী
গড়ে প্রাণের মায়ায় ধর্ম
অনুসারী তার ত্রিপিটকী
ছুঁড়ে মনুর বুকে বর্ম!
ধর্মটিতে করছে পুঁজি
সব প্রভুর এক সু'চি
রাজনীতির এই মাঠে বাপু
ধর্মটাকেই বেচি!
প্রভু যিনি যেথায় বিরাজ
সেথায় তুমি থাকো
তোমার ধর্ম করছি কায়েম
মানুষ মারছি নাকো!
______ ধর্মজীবী
রশিদ ভাই
ছয়।এক।বিশ