একসময়
পুলিশ দেইখা পালাইতিস!
আর অহন?
পুলিশ জনগণের বন্ধু!
এইটা কিন্তু অনেক বড় উন্নয়ন
শান্তি রক্ষায় পুলিশ রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

একসময়
জমিদারের পায়ের তলায় পিষ্ট হতিস নিত্যদিন
আর এখন?
জমিদারি প্রথা বিলুপ্ত, প্রাচীন মানুষের ইতিহাস নয়
মানবিক অধিকার, এইটাও কিন্তু অনেক বড় উন্নয়ন
অস্বীকারের কোনো উপায় নাই।

একসময়
রাজা-বাদশা,
উজির নাজির সেনাপতি দিয়ে শাসন করেছে
আর এখন?
এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট সুষ্ঠু নির্বাচন
জনগণের দ্বারা পরিচালিত জনগণের প্রতিনিধি
বহুলোকই জনসেবার গপ্পো বলে গদিতে বসার সুযোগ চাই
জনগণ বুঝেশুনে যাকে খুশি তাকে দেয়, কী দেয়?
কী আবার কী রে বাপু?
জনগণ গদি দেয়!

এইটা কী?
এইটা 'গণতান্ত্রিক উন্নয়ন!'

এইবার ক দেহি,
এইটা কত্ত বড় উন্নয়ন?