. যা হচ্ছে তা দাওগো হতে
করছো কেন শোক?
শুনবে কেবা তোমার কথা
তুমি নওতো বড়লোক!
- মানুষ নাকি ছোটবড়!
কেন বলি এমন কথা?
অন্যায়কর্ম দেখলে বাপু
আমার ধরছে মাথাব্যথা!
যাদের কথা শুনবে লোকে
তারাই যখন চুপ!
তুমি কেন মাঝ দরিয়ায়
মারছো তখন ডুব?
- ভরসা ছিলো মাঝির প্রতি
যাবো তিস্তা নদীর বায়
তখনো কি আর থাকবো বসি?
যদি নৌকো ডুবে যায়!
ভিন্নজাতের গরুছাগল
একইরকম খোয়ার!
মানবজাতের সাচ্চা পাগল
সত্যিই ভীষণ গোঁয়ার!