একটা ঝুঁকি নিতে যাচ্ছি
ক'দিন ধরেই ধকল যাচ্ছে
মাথার উপর অনেক চাপ...
এতো চাপের মধ্যে থেকেও
তোকে মনে পড়ে, বারবার!
ফুরসৎ নেই, তবুও
বার্তাঘরে ঢুঁ মেরে যাই
সহসাই ঘরটা বন্ধ দেখি
অপেক্ষার পালা বাড়ে
কিছুটা কষ্টও ঝরে, তাতে কী!
যখনই
সে ঘরে টোকা দিয়ে যাস
তখন তো খুউব ভাল্লাগে!
স-ব কষ্ট ভুলে যাই, মনে হয় বেঁচে আছি... ❤️
যাইহোক,
ঝুঁকি নিতে যাচ্ছি
নতুন নতুন বিষয় ভাবতে হচ্ছে
বুঝতে হচ্ছে অনেককিছু, শিখতেও হচ্ছে!
জানি, গন্তব্য বহুদূর
তবুও এগিয়ে চলেছি
এগুতে এগুতে চলেও এসছি অনেকটাদূর
ঝুঁকি নেয়ার সাহসটাও ক্রমশ বেড়ে চলেছে!
বিশ্বাস করি:
"পৌঁছুব একদিন, গন্তব্যে
তোর চোখের খুউব কাছে"
হে কেতু,
ঘরটা বন্ধ পাচ্ছি
অপেক্ষার পালা বাড়ছে
কিছুটা কষ্টও ঝরছে, তাতে কী!
এসে টোকা দিতেই সব ভুলে যাবো
আবারও বেঁচে উঠবো, ভালবাসায়...❤️
°
°
°
গন্তব্য
✍️________ রশিদ ভাই।
ঊনত্রিশ আট একুশ