গলায় পেঁচিয়ে দড়ি
প্রাণটা দিলো যে ছাড়ি
সে ছিলো বন্ধু আমার!
মাটির পৃথিবী ছেড়ে
যাওনি বহুদূরে
দেখা হবে বন্ধু আবার...
          সারাক্ষণ হাসিখুশি
          কিসের দুখে সে দুঃখী?
          বলেনিতো একটিওবার!
হাওয়ায় উড়তে চাওয়া
এভাবেই চলে যাওয়া
অপরাধ নয় কি তোমার?

কী এমন আক্ষেপে
এতটা দুঃখ পুষে
জীবনটা পুড়ে ছারখার
        অভিমানী দেশমুখী
        শুভ কামনা রাখি
        সুখী হোক তব পরপার

দেশমুখী......