ইতোপূর্বে যাকিছু হয়েছে?
- তা ভালো হয় নি!
বর্তমানে যা হচ্ছে?
- তা'ও ভালো হচ্ছে না!
তাহলে পরবর্তীতে কি হবে!?
- হিসেব মিলিয়ে নিন, আপনার মাথা ভালো!
ভোট - জোট - ঘোঁট - চোট
হ য ব র ল- গণতন্ত্রবাদ
পনেরো আগস্ট ১৯৭৫!
নিকষকালো করুণাকিরণ
খাঁখাঁ সীমান্ত - ধূধূ বালুচর!
তারপর!?
তারপর সব অন্ধকার!
শুধুই অন্ধকার
সীমাহীন অন্ধকার।।
তবুও আশায় বেঁধেছি ঘর
কোটি বাঙ্গালীর'ই হবে জয়
ফুটবে আলোর রেখা
শুধু মুক্তিযুদ্ধের চেতনায়
নব প্রজন্মের বুকে আজ-
সোনার বাংলা গড়ার প্রত্যয়।।
হবে হবে জয়- হবে নিশ্চয়
জয় বাংলা - বাংলার জয়।।
____ ইবনে মিজান
১৬/১০/২০১৮