হে পুলসিরাতের মালিক, আমি যেন নৌকা
তোমার স্রোতে ভাসাই প্রাণ, শান্তির কূল ধরা
তুমি যদি বাতাস হও, আমি উড়ি পাল তুলে
তোমার রহমতের ঢেউ, হারাই কূলের ভুলে।

তোমার পথে ফিরতে'ই চাই, আলো যেন দীপশিখা
তোমার দিকে হাঁটি আমি, কাঁটা মাড়াই নির্বিকার শির
তুমি যে চাঁদের আলো, আমি রাতের নীরব নীড়
তোমারই প্রেমে ভিজে থাকি, তুমি আমার পথের পির।

অনিষ্টের কাঁটা দূর করে দাও, কর আমায় মুক্ত
বিপদে তোমার স্মরণে ইমানের শক্তি যেনো পাই অবিরত
আমি জানি, আমি পাথরের মতো, কঠিন হৃদয়,  
তুমি বর্ষা হও, আমায় গড়ো নরম মাটির মতো, হে দয়াময়।

তোমার চাদরের নরম ছোঁয়ায় ঢেকে রাখো আমায়
তোমার আকাশে মেঘ হয়ে ভাসি, তোমাতেই খুঁজি বিশ্রাম
বিধান মানিনি পুরোটা, যতটা তুমিই চেয়েছিলে
তবু দয়া করে আলোতে ঢালো, শাস্তি থেকে তুলে নিয়ে

তোমার রহমতের জ্যোৎস্নায় আমার রাত ভরাও
তোমারই নুপুরধ্বনিতে যেন পথের সঙ্গী হয়ে থাকি
বিপদের মাঝেও তোমায় ভালোবেসে থাকি নিবিড়
তুমি যে সূর্য, আমিই ধূলিকণা, তোমার আলোতে গলে যাই স্থির।