মানুষ
মরতে ভালবাসে
আর তাই
মরণ আসে
তাকে নিয়ে যায়
অচিন দেশে!

এই
রাজপথে
ধর্মের নামে
রাজনীতির মাঠে
ছেলে বুড়ো সবাই মরে

মানুষ
মরতে বড় ভালবাসে
আর তাই মরণ আসে
তাকে নিয়ে যায় অচিন দেশে
এই রাত্তিরে যে নিদ, সেওতো মৃত্যু!
একদম, ঘাড়ের পাশে।