তিনি বলেন:
"প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে"

তাই
মরণে আমি করি না ভয়
সে যেকোন দিন আসবেই
বুকের পাঁজর ভেঙে দিয়ে
কবর দেশে ডাকবেই!

আর কতক্ষণ থাকবো বেঁচে
আছে কারও জানা?
ও ভাই,
সত্যপথিকেরে মরণ ভয়ে
হুমকি দেয়া মানা!