# মহাসমারোহে চলছে
বিপুল উৎসাহ উদ্দীপনাপূর্ণ
সুগভীর নারকীয় ষড়যন্ত্র!
চলছে.....
নেকাব ঢাকা সবকটি মুখ
দৃষ্টিরেখা বেজায় লোলুপ!
কে সত্য, কে মিথ্যা?
কে দামী? কে সস্তা?
কে আসল? কে যে নকল?
সত্যিই, বোঝা বড় দায়!
সমাজ জীবন এত্ত নাকাল
প্রাণ যেন মোর যায়!
কে আছো কোথা আছো?
এদের কে বাঁচাবে হায়!
এই পৃথিবী ধর্ষিতা আজ
আমরা সবাই ধর্ষক
মুখের বুলি সত্যগাথা
চরিত্র লোমহর্ষক!
°
°
°
লোমহর্ষক
√ _____________ রশিদ ভাই।
ছয় এপ্রিল বিশ