বাড়ছে মৃত্যুর মিছিল
মৃত্যুসংবাদে পড়ছি:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রাহুল পড়ছে দিব্যান লোকান সগচ্ছতু
ডেভিড পড়ছে Rest in peace...
এছাড়াও বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্নজনের মৃত্যুতে শোকাভিভূত!
যদিওবা,
চারিদিকে এতো মৃত্যু দেখেও নিজের মৃত্যু সম্পর্কে ভাবছি না একদম,
তবুও, একদিন মরে যাবো
নিয়মানুযায়ী তোমরা শোকাহত হবে
অতঃপর, ক'দিন বাদে চলবে নিজের খেয়ালে
মনে রেখো, আমিও ছিলাম বন্ধু কি'বা শত্রু হয়ে
এখানে
একের অবর্তমানে অন্যের কিছুই থেমে থাকে না
নতুন বন্ধু বা শত্রু পেয়েই যাবে চলার পথে
So, nobody was essential for earth!
তুমি কিন্তু আমায় ভুলে যাবে বেমালুম!
অথচ,
আমি এখানেই কোথাও ঘুরে বেড়াবো
ফুল পাখি প্রজাপতি অথবা লাল ফড়িং হয়ে
ঘুরে বেড়াবো উড়ে বেড়াবো
মরে যাবো শতবার
বেঁচে উঠবো বারবার...