গন্তব্যপথে বিকেলের সূর্যরথ
খুব একা একা লাগছে
সূর্য, তোর সারথি হবো
নিবি আমায় সঙ্গে?
টু কথাটি বলবো না
চুপটিকরে থাকবো একদম।
বন্ধুর পথঘাটের পাঁচালি
লিখে নেবো আলোর ভাষায়,
নামবদলে আলো আজ অন্ধকারাবৃতা।
কথা দিয়েছি বলে__
তোর সারথি হবো;
নিবি আমায় সঙ্গে?
টু কথাটি বলবো না।।