সমস্বর
চৈত্রের শেষে বৈশাখ আসে, নিয়ে বৈশাখী ঝড়
তাতে ভেঙে যায় গরীবের খুঁটি ছাড়া ঘর
কেউ থাকে গাছের তলায় কেউবা ফুটপাতে
এসব দেখে ধনীদের কি আসে যায় তাতে?
মন্ত্রী -মিনিস্টার সবাই বলে এটা সেটা করব
আপনাদের জন্য আমরা নূতন ঘর গড়ব
দরিদ্ররা তাদের আশায় থাকে পথ চেয়ে
নিরাশ হয় পরে তারা কিছুই না পেয়ে।
এটাইতো যুগযুগের বাস্তব চিত্র
আসুন এই বৈশাখে-
ধনী-দরিদ্রে হয়ে যাই মিত্র।
সমস্বরে বলব সবাই দরিদ্রতা রুখব
সবাই মিলে আমরা সোনার বাংলা গড়ব।
°
°
°
(চৈত্র-২০০৩ খ্রি:
তখন আমি নবম শ্রেণি)