এইতো মাত্র আর কিছুদিন
তারপর আমি চলে যাবো
তার কিছুদিন পর তোমরাও

আমার জায়গায় দাঁড়িয়ে রবে অন্য কেউ
তোমার স্থান টাও শূন্য পড়ে রইবে না!
বস্তুতপক্ষে এখানে আসা যায়, আবার
অল্প কিছুদিন থেকে ফিরে যেতেই হয়
উনারা এসেছিলেন, ফিরেও গেছেন
আজকে আমরা রয়েছি বটে, তবে
কিছুদিনের মধ্যেই পালাক্রমে ফিরে যাবো
ফিরতি পথে চলতে চলতে
চলো,
এখান থেকে কিছু নিয়ে যাই...