ধর্মের রঙ
দলের রঙ
মতের রঙ
সব রঙ মিশে—
মানুষ হয়েছে কেবলই সাদাকালো!
কখনোই
বন্দুকের গর্জনে বৃষ্টি নামে না
নামে রক্ত_
পড়ে থাকে বেওয়ারিশ লাশ,
যার গায়ে নেই কোনো তকমা-
ধর্ম?
দল?
পরিচয়?
মৃত মানুষের আর কোনো পরিচয় থাকে?
কখনোই থাকে না।
মাটিতে আঁকা রেখা
আমরা বলি সীমানা
তোমার-আমার জমিগুলো ভাগ করি,
গড়ি ঘর
কিন্তু সেই ঘরে থাকে না সুখ
থাকে শুধু দাঙ্গার অন্ধকার!
তুমি বলো, তোমার ধর্ম সেরা
আমি বলি, আমার ধর্ম সেরা
তুমি বলো, তোমার দলই ঠিক
আমি বলি, আমার দলই ঠিক
তোমার মতে তুমি-
আমার মতে আমি...
এইসব দ্বন্দ্বে চিৎকার করতে করতে
ভুলেই গেছি__
কেমন করে হাসতে হয়,
কেমন করে ভালোবাসতে হয়?
আচ্ছা,
তোমার কি মনে পড়ে সেই দিন?
যেদিন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
গড়েছিলাম একটা সোনার দেশ?
আজ,
সেই সোনার দেশ
কালো ধোঁয়ায় ঢাকা,
হিংসায় জ্বলেপুড়ে ছাই!
মাটি আছে
তবে সেই মাটিতে আর ফসল হয় না,
মানুষ আছে
তবে সেই মানুষ আর মানুষ নেই!
তুমি কি পারবে
এই মৃত সভ্যতার ভাঙা আয়নায়
একটি নতুন রঙ তুলতে?
একটিমাত্র রঙ,
যার নাম মানবতা।
... রঙহীন মানুষ