ইশকুলে যখন পড়তাম তখন এক মামা জিজ্ঞেস করেছিল, কোন ক্লাসে পড়িস?
- জ্বি, মামা ক্লাস থ্রিতে।
একইভাবে যে যেই ক্লাসে পড়ত সে সেটাই বলত। আমার বন্ধু নান্টু, রিন্টু, ঝন্টু ওরাও তাই বলেছিল। লেখাপড়া শিখে এখন ওরা বেশ বিদ্বান, জ্ঞানী, গুণীজন হয়ে গেছে! আর এখনতো ওরা নিজেরাই কয়েকটা ক্লাস বানিয়ে ফেলেছে!
হায়ার ক্লাস!
মিডল ক্লাস!
লোয়ার মিডল ক্লাস!
লেবার ক্লাস!
ক্লাসের বিজনেসম্যান তাঁরা, চলছেও বেশ ভালই!

- আপনিও ইতোমধ্যে একটা ক্লাসে ভর্তি হয়ে গেছেন!
    কী!! আশ্চর্য হলেন? আশ্চর্য কান্ড বটে!!
আমার ক্লাস?
হা হা হা.... দাদাভাই "আমি ক্লাসলেছ" সাধাসিধে গাঁয়ের মানুষ।

২০:২১/১০-১১-২০১৭