আঠারো কোটি জনতা, দানবের হাতে বন্দী
নিরাপত্তাহীনতায় সারা শহর যেন এক জঞ্জাল
খুন, গুম, ধর্ষণ—সবই যেন খেলার পুতুল
লুটপাটের উৎসবে, সন্ত্রাসের রাজত্ব শুদ্ধি।  

আমি বসে থাকি, গুমরে গুমরে কাঁদি
প্রতিবাদ করতে গেলে, ডেকে না-ও আরো ক্ষতি,
কেই-বা শোনে আমার কণ্ঠ?  
কেন আমার কথা কেউ শোনে না?
আজকাল এসব কথা বলাও তো নিষিদ্ধ।  

"চুপ থাকো, কিছু বলো না"  
পরিবারের এমন বাক্য যেন পাথরের খণ্ড,  
চুপ করে থাকাই যে আজকের সফলতা—  
চুপ থাকলেই যেন পার পেয়ে যাওয়া।

কেন চুপ থাকি আমি, কেন করি না প্রতিবাদ?  
আমার মুখ বন্ধ, কিন্তু মনের সবথেকে বড় ক্ষত  
চিৎকার করে ডাকে—
"এই পৃথিবী, কোথায় তোমার মর্যাদা?"  
কেউ কি আমায় শোনে?  
মৌনতার মাঝে আমি হারিয়ে গেছি,  
যেখানে প্রতিবাদ বলতে আর কিছুই নেই।  

আজও চুপ, কালও চুপ,  
এভাবে চলতেই থাকবে?  
যতটুকু বলেছিলাম,  
ততটুকুও মরে গেলাম চুপিসারে।  

সত্যিই,
আমি আজকাল চুপচাপ থাকি—  
মুহূর্তের শান্তি, জানি- এ শান্তি মিথ্যা,  
তবুও, আমি চুপ!