*
এইযে কবি, আছো কেমন?
- এইতো আছি যেমনতেমন
সেকালে ছিলে অরূপরতন!
- বাড়লে বয়স ফুলেরও পতন!
এখন তবে থাকছো কোথায়?
- এই পবনপুরীর চিলেকোঠায়
পরলে কবে বিয়েরমালা?
- সে আসেনি, তাই শূন্য গলা!
তবে, করছে কেগো রান্নাবাড়া!?
- ওহে, তিনটে বেলায় চিড়েকলা
একলা একা, এ কেমন থাকা?
- বললেই হলো, নইতো একা!
আছে কি কেউ আপন সখা?
- সুনীল আকাশ আর চিলেকোঠা
এভাবে কি চলবে জীবন?
- থামবে হঠাৎ, যেখানে ছন্দপতন।।
ইবনে মিজান
০১ অক্টোবর ২০১৮