মাঝে-মাঝে?
__ না! মাঝে-মাঝে না,
সবসময়ই এমন হয়
ভেতর থেকে কেউ একজন
আমার সাথে কথা বলে, অথচ...
লোকে বলে আমি নাকি নিজের সাথেই বলি!
তা যা-ই হোক
আর যে-ই থাকুক আমার ভেতরের একদম গহীনে
ভাবছি, আজ তার সাথে একটা খেলা হয়েই যাক;
ষোলো গুটির দাবা খেলা
সাদায় সাদা কালায় কালা
তারও হাতি ঘোড়া সেপাই মন্ত্রী রানী থাকবে, আমারও;
অতঃপর,
খেলা শুরু হয়ে গেছে
সে-ই কখন শুরু হয়েছে, কিন্তু...
আর শেষ হয় না, নাহ
আর শেষই হয় না
তুমুল জনপ্রিয় প্রতিপক্ষের সাথে এই খেলাটা
অসমাপ্ত রেখে-তো কোথাও যেতেও পারিনা
আমাদের খেলাটা চলছেই;
চলুক, দাবা খেলা