হিন্দু ম'লে শবদেহ কয়
মুসলমানেরে লাশ
ইংরেজেরা ডেডবডি হয়
বলেন তো কে পাশ?

শবদেহখান অগ্নিতে ছাই
লাশ পঁচে ঐ গোরে
ডেডবডি যায় কফিনে পুরে
কেহই বাঁচিয়া নাহি ফেরে!

মরার পরে কে কোথা যাও?
হেথা পাই না কারোর খবর
বাঁচিয়া থাকিতে যুদ্ধ করিতে
চিতা কফিন আর কবর!

যে-সব নিয়া আসিনি ভবে
কে সব চাপায়ে দিয়াছে ঘাড়ে?
মানিয়া চলিতে রীতিনীতি শ্লোক
মানুষ নিজেই নিজেরে মারে!!!

°
°
°
চিতা কফিন আর কবর
আটাশ এগারো কুড়ি