ভোটের আগে-
বলেন নেতা,
করবো জনসেবা
একটা জীবন মানবসেবায়
করেই দিলাম হেবা!
এই শুনিয়া আমজনতা
লাফিয়ে দিলেন ভোট
এখন দেখে রক্তচোষার
রক্তে ভেজা ঠোঁট!
যে নেতা,
গড়ছে বাড়ি-কিনছে গাড়ি
ঐ চেয়ারখানের জোরে
ভাবছে কি সে, মরছে মানুষ!
কে ভোট দেবে আর তারে?
বছর ঘুরে বদলে নেতা
সবাই নাকি যোগ্য?
নেতার ভাগ্য বদলে ঠিকই
মোদের কাল পুরনো ভাগ্য!