চাইনা
              ইবনে মিজান

            এমন জন্ম চাইনা
    যে জন্ম, হবে আজন্ম পাপ!
           এমন মৃত্যু চাইনা
     যে মৃত্যু, স্বাভাবিক হয় না!

        এমন রক্ত সম্পর্ক চাইনা
     যে সম্পর্ক, হয়ে যায় বেঈমান!
          এমন আত্মীয় চাইনা
     যে আত্মীয়, আত্মার সাথে বেমানান!

              এমন বন্ধু চাইনা
     যে বন্ধু, শত্রু হয়ে দেয় হানা!
           এমন প্রেম চাইনা
       যে প্রেম, জীবনভর কান্না!

              এমন শিক্ষা চাইনা
      যে শিক্ষা, আলোর পথ দেখায় না!
              এমন স্বপ্ন চাইনা
      যে স্বপ্ন,  সারাজীবনের দু:স্বপ্ন!

             এমন ভালবাসা চাইনা
        যে ভালবাসা, জন্ম দেয় ঘৃনা!
                এমন সুখ চাইনা
       যে সুখ, দু:খ ভোলাতে পারেনা!

                 এমন নেতা চাইনা
          যে নেতা, হারায় সঠিক দিশা!
                 এমন সেবা চাইনা
        যে সেবা, হারায় মানবিকতা!

             এমন সভ্যতা চাইনা
          যে সভ্যতা, অসভ্যতাযুক্ত হয়!
            এমন সংস্কার চাইনা
          যে সংস্কার, কুসংস্কারযুক্ত হয়!

             এমন সৃষ্টি চাইনা
           যে সৃষ্টি, সৃষ্টিবান্ধব হয় না!
             এমন খোদা চাইনা
         যে খোদা, রক্ষাকর্তা হয় না!

               এমন আইন চাইনা
           যে আইন, অন্ধ হয়ে যায়!
             এমন বিচার চাইনা
        যে বিচার, নির্দোষকে সাজা দেয়!

               এমন সত্য চাইনা
         যে সত্য, মিথ্যাকে আড়াল করে!
              এমন সুন্দর চাইনা
        যে সুন্দর, অসুন্দর দেয় ঢেকে!

             এমন স্বাধীনতা চাইনা
          যে স্বাধীনতা,  মুক্তি দিতে পারেনা!
               এমন ভবিষ্যৎ চাইনা
         যে ভবিষ্যৎ,অন্ধকারমুক্ত হয়না!

               এমন জীবন চাইনা
       যে জীবন, অমর হতে পারেনা!
               এমন পৃথিবী চাইনা
       যে পৃথিবী, আমায় ধরে রাখেনা!