ঈশ্বর তুমি দেখিতে কেমন?
যেনো মানুষেরি মতো হেরি!
আপন কায়া মানুষেরে দিয়া
কোথায় গিয়াছো মরি?

দেখো দেখো দেখো...
জগতে তোমার রূপের কত খেল
হেরিতে তোমার রূপমাধুরী
বিঁধেছে বুকেতে শেল!

ঈশ্বর তুমি মানুষরূপী!
শয়তান তবে কে?
যবে শয়তান আর মানুষ বুঝি
তবে ঈশ্বর খুঁজে কে?

কায়াটাই শুধু লভিছে মানুষ
পায়নি তোমার মায়া
তাই কি দেখি?
এই মানুষের শয়তানরূপী ছায়া!


°°° ছায়া ✍🗣
ইবনে মিজান