জল্লাদের ছুরির কোপ খেয়েও বেঁচে আছি রে জয়ধর।
কিন্তু, পুরুষশাসিত সমাজের উপেক্ষা আর অপমান;
এসবের সহ্যশক্তি আমার আর বিন্দুমাত্র অবশিষ্ট নাই। দ্বিধাবোধ করি না তাই অকপটে জিজ্ঞেস করি,
'বলো তো, আর কতকাল সহ্য করা যায়?'
যেখানেই থাকি যেভাবেই থাকি জল্লাদের ছুরি সবসময়ই ধাওয়া করে
অথচ, ঐ জল্লাদকে উদ্দেশ্য করে এই সমাজ একটাবার হুংকার দিল না! কী অদ্ভুত, বড়ই বিচিত্র দৃশ্যের অবতারণ হয় প্রতিদিন। হাজারো নারী শিশু ঐ জল্লাদকে ভয় করে চলে ভীরু ভীরু পায়ে। তোমরা নির্বিকার।
হ্যাঁ রে জয়ধর, তোরা মানুষ হবি কবে?