এত খাবার!
ভেসে গেল, ভেসে গেল!
ধর, ধর, ধরে আন-
লাশটা ভেসেই যাচ্ছে।
নাফে বাস করা মাছগুলোর কয়েক যুগের খাবার যোগান হল! বেশ শান্তির কথা।
কুকুরগুলো বার্মার অলিতে গলিতে যেখানে সেখানে পেয়ে যাচ্ছে খাবার, টাটকা খাবার।
শেয়াল, শকুনেরাও অন্যরকম খুশি!
সুচির ষাঁড়েরাও নাদুস নুদুস কৃষ্ণকলি উপভোগ করছে। আহ, কি শান্তি!!!
শান্তির নোবেলটা আগেই পাওয়া হয়ে গেছে,সোকেছে সাজানো, জ্বলজ্বল করে জ্বলছে।
এখন শান্তি স্থাপন চলছে....
আর এদিকে অযথাই এতকথা!
আরও কিছু বলবেন?
গুলি! রক্ত!লাশ!
০১-৯-২০১৭/০১.১৯
প্রতিবাদ অবিরাম.....