সময়ের আবর্তে __________
একটি ভাঙা ঘরের নাম হয় বড় ঘর!
অতঃপর, ঘরটাকে ভাঙা ডাকলে পাপ হয়,

বলা মুশকিল ______________
এই পাপে কতজন পাপিষ্ঠ জাহান্নামি হল?
সেই হিসেবটা কেউই রাখি নি কড়ায়গণ্ডায়!!
আসলে ফুরসতই ছিলো না,
সবাই নোট গুনতে ব্যস্তবাগীশ জিভের ডগায়!

তবুও শোনা যায় ______
         "যত পাপ কর মাফ
         আমি নই কারো বাপ!"

____________ শেষমেশ?
খেল খতম-শোকে মাতম
ঘরটা আবার-ভাঙ্গা মতন।

(সমাপ্ত)

°
°
°
ওরে মন ______________________
সময়ের নিদারুণ বাস্তবতা যেই শিক্ষা দেয়,
পৃথিবীর কোনো গ্রন্থে সেই শিক্ষা থাকে না।
______________________
"সময় পড়
জীবন গড়"

°
°
°
°
°
[ ঘরে থাকুন, ভালো থাকুন ___________ রশিদ ভাই]