আল্লাহ, ভগবান, ঈশ্বর ___
কারোর পৈতৃক সম্পত্তি নয়!
আমি মানুষ ____
তোমরা আল্লাহ,
তোমরা ভগবান,
তোমরা ঈশ্বর কিংবা যে নামেই ডাকো
তোমরা গোলাম বৈ কিচ্ছু নও!
গোলামের শির নত হওয়াই উত্তম
সুতরাং, উদ্ধত হয়ো না,
সস্তা কৃত্রিম বুদ্ধিমত্তায় সবাই তুখোড় খেলোয়াড়,
তুমি সন্ধানী জাহাজের দক্ষ নাবিক, সাবধানী হও।
মানুষ ____
মানুষ হয়ে যায়
আমার আল্লাহ
আমার ভগবান
আমার ঈশ্বর
আমারই স্বরূপ।
অন্ধকে তিরস্কার করাই মানুষের স্বভাব
অন্ধটিও যে সত্য, তাঁরই প্রতিরূপ
অথচ, এরা দেখে না, বুঝে না!
যারা চোখ থেকেও অন্ধ।
ওদের মগজধোলাই?
সে-তো করাই যায়,
কিন্তু চাষি হওয়া?
মগজেরচাষ! উঁহু, সেটা মোটেও সহজ নয়!
মাথায় মগজ থাকতে হয়
ওটা সকলের থাকে না।
...
[] মগজধোলাই []
_____ রশিদ ভাই।
ছাব্বিশ। দুই। কুড়ি