ঘোড়া নেই গাড়ি আছে
ক্ষমতার জোরে আছে
আমাদের তুলারাম!
তুলো নেই রাশি আছে
গভীরের পোঁতে আছে
তুলা দা'র নিধিরাম!
নেই বিধি বাম আছে
রক্ত বা ঘাম আছে
খাদের কিনারে পোঁছে
জীবনের কত দাম?
খেলা নেই ধুলো আছে
ক্ষেত নেই মুলো আছে
ঝুলে গেলো তুলারাম!
ক্ষমতার ভাগাভাগি
কাটাকাটি রাগারাগি
মরে গেলে নিধিরাম!
বিধিমতে বিধু বাবু
করে গেলো হাবুডুবু
জুজুর ভয়েতে কাবু
মেলে নাম ভোঁদারাম!
পোঁতে আর পোঁতা নেই
আঁতিপাঁতি ভোঁতা নেই
ক্ষমতার খুঁটি গেড়ে
বসা যায়-শুতে নেই!!!