♣
আমি তোর বনমালী
তুই আমার কৃষ্ণা রানী
সখি তুই আসবি জেনে-
পথধরে দাঁড়িয়ে আছি
সুদীর্ঘ অপেক্ষারত-
আমি তোর বনমালী।।
খুউব চেনা গন্ধ পাচ্ছি !
চারিদিকে কতশত ভীর-
তবু তোর গন্ধ পাচ্ছি!
তুই খুব কাছেই নাকি?
বাতাসে কানপাতি আজ
শুনি তোর প্রেমের ধ্বনি;
তুই যেন অচেনা কেউ!
জেনেবুঝে এড়িয়ে গেলি!
যেন তুই এড়িয়ে গেলি!
কেন তুই এড়িয়ে গেলি?
তুই আমার কৃষ্ণা রানী
আমি তোর বনমালী
শত জনমের প্রতিজন্মে
আমিই তোর বনমালী।।
রচনাকাল - ১৫/০৪/২০১৮