ছড়াকার বল্টু বাড়িঘর ছেড়েছে
নিজের ঐ দোষটা কার ঘাড়ে চেপেছে?
-কার ঘাড়ে কার ঘাড়ে?
কার আবার, রাষ্ট্রের!

দোষ কী গো রাষ্ট্রের?
দোষ তো মনুষ্যের!
মনুষ্য?
- উঁহু, বল্টুদের!

ধর্মের ধোঁয়া ছেড়ে
অন্ধের দুনিয়ায়
কর্মেতে ধর্ম
বল্টু তা বোঝে হায়?