বৈশাখী এই জোছনা রাতে
তোমায় মনে পড়ে
তোমায় মনে পড়ে বন্ধু
তোমায় মনে পড়ে!
চাঁদের আলো পোড়ে আমায়
চাঁদের আলো পোড়ে!
বৈশাখী এই জোছনা রাতে
তোমায় মনে পড়ে!
কেমন আছো বন্ধু তুমি
আছো কোন সুদূরে?
চাঁদের আলো পোড়ে আমায়
চাঁদের আলো পোড়ে!
একলা রেখে চলে গেলে
ভাবলে না মোর কথা
বৈশাখী এই চাঁদনি রাতে
বাড়ে মনের ব্যথা!
বাড়ে মনের ব্যথা আমার
বাড়ে মনের ব্যথা
একলা রেখে চলে গেলে
ভাবলে না মোর কথা!
ফিরে এসো বন্ধু তুমি
ফিরে এসো বুকে
তুমি আমি দুজন মিলে
থাকবো ভীষণ সুখে!
থাকবো ভীষণ সুখে বন্ধু
থাকবো ভীষণ সুখে
ফিরে এসো বন্ধু তুমি
ফিরে এসো বুকে।।