"দুহাতে টিপেছি নালী
বন্ধ করেছি কন্ঠপথ!
নিঃসৃত হবেনা একটি বুলি
আজ বজ্রকণ্ঠী অন্তঃসার,
নিচিন্ত হোন পাষন্ডরাজ
কিচ্ছুটি নেই দুর্ভাবনার"।।
উদাত্তস্বরে বলছে কবি
শোন- ওরে পাষণ্ডের দল
এমনতর হয়না,
হয় নি কষ্মিন
হবে না কোনদিন!
তোরা রয়ে যাবি নিষ্ফল।
নিসৃষ্ট জন্ম কবির
শুধু সত্য বলার জন্য,
প্রতিজন্মে কবি যিনি
তার ধন্য মানবজন্ম;
গর্জে ওঠে ব্জ্রকন্ঠী
যখনি যেখানে অন্যায়
কোনকালে যারে পারেনি দমাতে
ঘাটে অঘাটের মৃত্যুভয়।
নির্ভীক কবি এটাই বোঝে
মৃত্যতে কীইবা এসে যায়?
বীরের রক্তে সচল কলম-
সত্যান্বেষীর শিরায় শিরায়
এই ক্ষণজন্মার পুনর্জন্ম
সেই লোহিতের কণায় কনায়।
প্রতিজন্মে বিদ্রোহী আমি
দেবো না হতে অন্যায়
পাপ যত পাপ
যাক ভেসে যাক
আমারি রক্ত গঙ্গায়।।
ইবনে মিজান
প্রকাশকাল : ১২:২০/৩১-০৫-২০১৮