আপন ঘরে রয়েছে শত্রু
তারে আগে করো জয়,
ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো
যারে আগুলিয়া রয়।
অনাত্বীয়রে আত্বীয় করো,
তোমার বিরাট প্রাণ
করে না কো যেন কোনোদিন কোনো
মানুষেরে অসম্মান।
সংসারের মিথ্যা বাঁধন
ছিন্ন হোক আগে,
তবে তো তোমার সকল দেউল
রাঙিবে আলোর রাগে।