ব্ল্যাকবোর্ডে লেখা একটি প্রশ্ন:

১। জগতে যা-কিছু আছে তার নিয়ন্ত্রক কে?
নিজেদের খাতায় উত্তর লিখতে গিয়ে.........

রমেন লিখেছে ভগবান
কাশেম লিখেছে আল্লাহ,
গাগা লিখেছে যিশু
সাবা লিখলো পরমেশ্বর
আমি কিছুই লিখিনা, শূন্য খাতার পাতা!
কেননা, উত্তরটাই জানা নেই!
সানি বলে এসব জানারই বা কী দরকার?
আছেন হয়তো কেউ একজন!
পেছনের বেঞ্চে বসা হাবা লিখেছে মানুষ।।

°
°
°
     ব্ল্যাকবোর্ড
_______ রশিদ ভাই।
      আট বারো কুড়ি