তোমার স্বীকারোক্তি নেই!
এতে কিছুই এসে যায় না!!
আমি সত্য, আমি সুন্দর, আমি চিরঞ্জীব।।
আমার হাতেই বিবর্তন.....
আমাতেই তোমার আবর্তন
যার মস্তিষ্কজাত তোমার প্রবর্তন।।
অবশেষরূপে -
তুমি স্বপ্নময়ী কবিতা,
আমার কল্পনাবিলাস, আমার প্রেম!
আমি তোমার বিরহীকাজরী।।