আমি আর সবুজ দেখি না
কাশফুলের শুভ্রতা নেই;
রঙধনু!
সেও ফিকে মনে হয়
আকাশে আর নীল দেখি না!
মেঘগুলো কুচকুচে কালোরঙ;
অভিশাপের অন্ধত্বে দিবাকর!
সেই নিকষকালো অন্ধকারে-
দৃষ্টিহীনা হলো আমার পৃথিবী!
জাগতিক ক্ষুধার তীব্রতায়
যখন ঈশ্বর বিলীয়মান!
তখন- ভুলেছি নিজস্থান
কিছুতে ভরেনি এ মন!
তথাপি, ইদানীন্তন যাকিছু হচ্ছে-
তাকে শুধুই প্রায়শ্চিত্ত বলা যায়!
যার সবই আমার প্রাপ্যতা ছিলো!!
১৭-১১-০১৮