প্রলাপে বিলাপ জন্মে!
কেন?
পুরোপুরি বুঝি না!
তবে এটুকু বুঝি,
চিকিৎসা প্রয়োজন।

কখনো পাগল সত্যজিৎ
তবুও,
বিলাপে বৃথা বুদ্ধি খরচ
কোরো না!
নইলে,
তোমারও প্রয়োজন
- কী প্রয়োজন?
ঐ যে, চিকিৎসা!

তুমি শুদ্ধ সাধু?
তবে, স্থিতধী হও।।

°
°
°
______ রশিদ ভাই।
সাতাশ নয় কুড়ি