আমি এক বিদ্রোহী—বাঁধন ভাঙি মুক্তির নেশায়
চেনা পথের বৃত্ত ভেঙে, চলি নিত্যনতুন দেশায়
শিকল ঝরাই পায়ের থেকে, মুঠি বাঁধি দৃঢ় হাতে
এই শিকল ভাঙাই নেশা, জ্বালা-জ্বালা স্লোগানে

যে স্রোতে সবাই ডুবে, সেই স্রোতে করি না বাস
গর্জন করি বাঁধ ভেঙে, শুনুক সবাই আমার ভাষ
অন্ধকারে আলো জ্বালি, যে আলোয় জ্বলে প্রতিবাদ
আমার কণ্ঠে শোনা যাক মুক্তির প্রত্যয়-আহ্বাদ

যে রক্ত ঝরে মাটির তলে, তার স্পর্শ আমি নেব
হাজার কণ্ঠের তুমুল গর্জনে বিদ্রোহের মন্ত্র পড়ব
শোষণের সেই জং ধরা বন্ধন আমিই ছিঁড়ব টেনে
কাঁপবে নষ্ট শক্তির অট্টালিকা, নত হবে একে একে

জালিমের শাসন-মসনদ আজ খণ্ড খণ্ড ছাই
এই চেতনা, এই স্বাধীনতা আজ শতকোটি প্রাণে চাই
ফিরে আসুক সাম্যের গান, আসুক মুক্তি বাংলার ঘরে ঘরে
বিদ্রোহী, আমি দাঁড়াই প্রতিবাদের প্রহর রচতে অন্তরে অন্তরে