কাঁচা রাস্তায় গরুর গাড়ি, পায়ে টানা রিকশা, ঠেলাগাড়ি
গাছে উঠে আম জাম পেয়ারা খাওয়ার দিনগুলো পড়ি
সেই দিনগুলো ভালো ছিলো, ভীষণ ভালো ছিলো
দিগন্তবিস্তৃত মাঠে খেলাধুলা ছিলো, পড়াশোনা ছিলো
লোকেদের আন্তরিকতা বন্ধুত্ব মমত্ববোধে প্রেম ছিলো
দিনেদিনে দিন পাড়ি দিলে অর্থকড়ি ও ক্ষমতায় জড়িয়ে
সব মানুষ বদলে গেছে আর প্রেম গেছে হারিয়ে...
আজকের দুনিয়ায় কেউ কারো নয় 🤔
কেউকেউ ভালবাসে, যা ভালবাসা নয়!