ভগবান,
সত্য কথা কৈতে গেলে
তেড়ে আসে বাপ,
মিথ্যে কথা কৈতে গেলে
লিখছো তুমি পাপ!

এই পথে চলে মানুষ
কোথায় গিয়ে থামবে?
রঙ্গ রসের স্বর্গ ছেড়ে
মর্ত্যে আবার নামবে?

মর্ত্যলোকের চারিধারে
একটা ছবিই লটকে
রাবণ জাতি রাম সেজেছে
মানুষ গেছে সটকে!            

মুখ খুললে যমের দুয়ার
হচ্ছে যখন দেখা
চিত্রগুপ্ত ব্যস্ত তখন
গুনছে আয়ুষ রেখা!