১/
"পঁচাত্তরের কালরাত
অন্ধকারের জলপ্রপাত"

২/
আলোর পথে ডাকলে তুমি
জাতির পিতা শেখ মুজিব
বাংলা মায়ের বঙ্গবন্ধু
সেরা বাঙ্গালি চিরঞ্জীব 🙏

তোমার বুকে চালায়ে গুলি
আজও টিকে আছে নমরুদ!
ফাঁসির দড়িতে ঝুলায়ে দিতে
আমি সদাপ্রস্তুত যমদূত ✍️

শুকিয়ে গেছে রক্তের দাগ
ইতিহাস কিছু ভুলি নাই
ঘুমিয়ে থাকো চিরঞ্জীবী
বাংলা মায়ের ভয় নাই।

৩/
হে পাকিজন্মা,
আলোর গল্প বন্ধ হলে!
কিভাবে ঝলমল করে উঠবে-
রক্তার্জিত বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল?

ও রে, শুক্র কীটের দল
ইতিহাস বিকৃতির চরম নোংরামি করছো?
এইতো কিছু আগে,
তোমাদের বাপেরা টপকে গিয়ে লটকে গেলো
ইতিহাস; ক্ষমা করে নাই!

ও রে, অপগণ্ডের দল
যারা সত্যাগ্রহ ক্ষণজন্মা
তারাই ইতিহাসের সৃষ্টিকর্তা
কোনো ষড়যন্ত্রের নক্সা দিয়ে ইতিহাস গড়া যায় না!
কেন ভুলে যাস?
এই বাঙ্গালি বীরের জাতি কারোর শৃঙ্খল মানে না।