সব কাহিনি বিশ্বাসযোগ্য নয়!
কিছুকিছু সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত
তবুও, বিশ্বাস করতে বলা হয়!
অন্যথায় ঘোর পাপী মানা হয়
নরকের কীটেরা ছিঁড়েখুঁড়ে খাবে
গিলে নেবে মাথা গলা মুণ্ডু
পুড়ে যাবে এ শরীর দাউদাউ অনলে
মরার আগে ক'লো ভোলা টণ্ডু!
শত ডরে ভর করে
ধমকের সুর ধরে
টণ্ডুর ভণ্ডুল গল্প বা কাহিনি
প্রতি রাতে পড়ে যায় নন্দ
কেউ শুনি হেলেদুলে
কেউ শুনে কেঁদে ফেলে
কেউ শুনে করে যেনো সন্দ!
গল্পটা শেষ হলে...
আয়েশি এক ঠেস খেলে
হেসেকেশে বলে যায় নন্দ
"তারা কিচ্ছু বুঝে নাই
চক্ষু থাকিতে যারা অন্ধ!"
নরকের কীট
____________ রশিদ ভাই।
সতেরো দুই বাইশ