ওরা রক্ত পিপাসু রাক্ষস!
পিশাচের মৃত্যুক্ষুধা মেটাতে-
আর কত রক্তক্ষরণ?
কত প্রাণের অকাল বিসর্জন?
কত মায়ের আহাজারি, আস্ফালন?
জেনে রাখো বাঙ্গালী -
ওরা আমাদের কেউ নয়,
না তোমাকে চায়,
না আমাকে চায়!
ওরা শুধু রক্ত চায়
ওরা শুধু ক্ষমতা চায়।
যে যত রক্ত পায়
সে যায় ক্ষমতায়
সেও যখন তৃষিত
তাই বেশী বেশী রক্ত চায়
সাগর সমান রক্ত চায়
সেই রক্তপানে তেষ্টা মেটায়
ওরা আমাদের কেউ নয়, কেউ নয়।