মুজিব হও
ইবনে মিজান

হায় আমার মাতৃভূমি বাংলাদেশ!
তোমার বুকেপিঠে এরা কারা?
এরাতো তোমায় নোংরা করছে!!
তোমায় ধ্বংসের ছক কষছে!!!
_এরাতো তোমারি সন্তান!

ভূল!  ভূল! ভূল!
এরা আমার সন্তান নয়
এরা ঐ দোসরদের বংশধর
এদের মাঝে তাদের প্রেতাত্মা বাস করে।

তবে আমি কি করে রক্ষা করব তোমায়?
আমি যে ক্ষীনকায়, অসহায়!

শপথ কর পরম করুণাময়ের
আর কোরনা কোন করুণা তাদের
অলোকের আলো গায়ে মেখে নাও
মুজিব, শুধুই শেখ মুজিব হয়ে যাও

আর বজ্রকন্ঠে বল_ এবারের সংগ্রাম
প্রেতাত্মা নিধনের সংগ্রাম।
এবারের  সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম........
জয় বাংলা

কোয়েল
শোকাবহ ১১ আগষ্ট-২০১৬