দ্যাশটা ____
আমার গোল্লায় গেলো
খাইলো চিল আর শকুনে
উচিত কতা কইতে গেলে
পিডায় আমায় সকলে (২)
ও ভাই ____
দেশের টাকা বিদাশ গেলো
ভাসলো সাগরের জলে
কালা মিয়া হইলো ধলা
কান্ধে পুরুষকার তুলে (২)
আমার _____
ভাঙে তিস্তা বছর বছর
একটা বাধের আবানে
ভিডামাডি নদীর জলে
মরি আমি আকালে (২)
ওরে_____
তিস্তা আমার তিস্তা তোমার
এই মানুষগুলো কার ছেলে?
জাতির পিতা বঙ্গবন্ধু
তুইলা নিছিলেন কোলে! (২)
[ আঞ্চলিক শব্দের ব্যবহার করা হয়েছে ]
গান
ইবনে মিজান
দশ. দশ. উনিশ
____________________
____________________
মুজিব হও
নেতার ছেলে____
বিদেশ গিয়ে পড়ে
ফিরে এসে নেতা হয়।
আমাদের ছেলেরা____
কেউ মারে,
কেউ মরে
কেউবা জেলে পঁচে!
হে বৎস
হে ছাত্র
তোমরা আন্ধা হয়ো না
কারোর লাঠি হয়ো না
দাবার গুটি হয়ো না
মানবরূপী হিংস্র দানব হয়ো না
লোভের আগুনে পুড়ে অঙ্গার হয়ো না!
তোমরা মানুষ হও
তোমরা মুজিব হও
নিস্পাপ নির্লোভ নিরহংকার কন্ঠে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে প্রতিধ্বনিত করো
ছাপ্পান্ন হাজার বর্গমাইল;
প্রাণখুলে গাও
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এইতো সময়
জয় বাংলা বাংলার জয়.......
একটাই শর্ত
একটাই চাওয়া
তোমরা মানুষ হও
তোমরা মুজিব হও।।